হরমনপ্রীতের মাথায় এখন শুধুই বিশ্বকাপ

Must read

কেপটাউন, ৫ ফেব্রুয়ারি : আগামী ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পরে সিনিয়র দলের সঙ্গে যোগ দিয়েছেন শেফালি ভার্মা ও রিচা ঘোষ। বোনেদের পর এবার দিদিদের বিশ্বসেরা হওয়ার সুযোগ।
এদিকে, পাক ম্যাচের দু’একদিন পরেই মেয়েদের আইপিএল নিলাম হওয়ার কথা। যদিও সেদিকে মন নেই হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur)। ভারত অধিনায়কের ভাবনায় এই মুহূর্তে শুধুই বিশ্বকাপ। তাই আপাতত শুধু পাক ম্যাচ নিয়েই ভাবছেন হরমনপ্রীত। তিনি বলছেন, ‘‘আইপিএল নিলামের আগে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা ওই ম্যাচেই চোখ রাখছি এখন।’’

আরও পড়ুন-কামিন্সদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত : পূজারা

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘অন্য সবকিছুর থেকে বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র আইসিসি ট্রফি নিয়েই ভাবছি। সকলেই পরিণত ক্রিকেটার, জানি কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’’ শেফালিদের বিশ্বকাপ জয় নিয়ে হরমনপ্রীত বলেন, ‘‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় আমাদের অনুপ্রাণিত করেছে। ওরা যা করেছে তা এখনও পর্যন্ত আমরা করতে পারিনি। এবার আমরাও বিশ্বকাপ জিততে চাই।’’ মেয়েদের আইপিএল নিয়ে হরমনপ্রীতের (Harmanpreet Kaur) বক্তব্য, ‘‘সত্যিই বড় ব্যাপার আমাদের জন্য। বছরের পর বছর অপেক্ষা করেছিলাম এটার জন্য। আগামী দু’তিনটি মাস মেয়েদের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে।’’
এদিকে, আসন্ন বিশ্বকাপে ভারতের সাফল্য নির্ভর করছে টপ অর্ডারের উপর। এমনটাই ধারণা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের। তিনি বলছেন, ‘‘টি-২০ বিশ্বকাপে ভারতের মেয়েদের সাফল্য অনেকটাই নির্ভর করছে টপ অর্ডারের উপর। স্মৃতি মান্ধানা একজন ম্যাচ উইনার। এছাড়া হরমনপ্রীতও ভাল ফর্মে। কিন্তু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলকে হারাতে গেলে বাকিদেরও পারফরম্যান্স করতে হবে।’’

Latest article