বেঙ্গালুরু, ১৯ জুন : টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারাল ভারত। আর এই জয়ের সুবাদে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। এদিন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীতের (Harmanpreet Kaur) জোড়া সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৩২৫ রান তুলেছিলেন ভারতের মেয়েরা। পাল্টা ব্যাট করতে নেমে লরা উলভার্ট ও মারিজানে কাপের জোড়া সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন- স্পেশ্যাল নাইট সার্ভিসের সময়সূচি পরিবর্তন মেট্রোর
প্রথম ম্যাচে ১১৭ করেছিলেন। স্মৃতির ব্যাট থেকে এদিন এল ১২০ বলে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস। তিনি ১৮টি চার ও ২টি ছয় মারেন। শুধু তাই নয়, ভারতীয় মহিলা ক্রিকেটে একদিনের ম্যাচে সবথেকে বেশি সেঞ্চুরির (৭টি) রেকর্ড ছুঁয়ে ফেললেন স্মৃতি। এর আগে এই রেকর্ড ছিল মিতালি রাজের দখলে। কম যাননি হরমনপ্রীতও। মাত্র ৮৮ বলে ৯টি চার ও ৩টি ছয় মেরে ১০৩ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। এছাড়া রিচা ঘোষ ১৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।