শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন হরমনরা

Must read

মুম্বই, ২০ নভেম্বর : আগামী মাসে ভারত সফরে আসছে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরদের (harmanpreet kaur) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সফরের সূচি এখনও চূড়ান্ত না হলেও, বোর্ড সূত্রের খবর, ২১ থেকে ৩০ ডিসেম্বর হতে পারে এই পাঁচটি ম্যাচ। আপাতত স্থির হয়েছে, সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে ভাইজাগে। পরের তিন ম্যাচের ভেন্যু ত্রিবান্দ্রম।

আরও পড়ুন-১০০তম টেস্টে মুশফিকুর ১০৬

ডিসেম্বরে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল সদ্য ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের। সেখানে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল হরমনপ্রীতদের (harmanpreet kaur)। কিন্তু বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতি এবং রাজনৈতিক ডামাডোলের কথা মাথায় রেখে সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। এর পর থেকেই বিকল্প সিরিজের ভাবনায় ছিলেন বোর্ড কর্তারা। এছাড়া নতুন বছরের শুরুতেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে একটি টেস্ট ছাড়া তিনটি টি-২০ ও তিনটি ওয়ান ডে খেলবেন হরমনপ্রীতরা।

এদিকে, বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেট নিয়ে দেশে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতীয় মহিলা ক্রিকেটারদের নিয়ে বিজ্ঞাপনের চাহিদাও। জানা গিয়েছে, অধিনায়ক হরমনপ্রীতের চাহিদা সবথেকে বেশি। তাঁর ম্যানেজার নূপুর কাশ্যপ সংবাদসংস্থাকে জানিয়েছেন, বিশ্বকাপের আগে হরমনপ্রীত ৮-১০টি সংস্থার হয়ে প্রচার করত। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর, ওর বাজারদর এবং বিজ্ঞাপনের প্রস্তাব তিনগুণ বেড়ে গিয়েছে! খেলাধুলোর সঙ্গে যুক্ত নয়, এমন সংস্থাও নিজেদের বিজ্ঞাপনের মুখ হিসাবে হরমনপ্রীতকে চাইছে। এত প্রস্তাব আসছে যে, কিছু ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।

Latest article