পাক-জয়ে জোড়া গোল হরমনপ্রীতের

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলকে নিয়ে প্রত্যাশা বেড়েছিল। এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরাবরই ভারতের আধিপত্য।

Must read

হালানবুর, ১৩ সেপ্টেম্বর : প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলকে নিয়ে প্রত্যাশা বেড়েছিল। এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরাবরই ভারতের আধিপত্য। গতবারের চ্যাম্পিয়নরা এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যে ছুটছে।
টানা চার ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে শনিবার রাউন্ড রবিন লিগের শেষ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারাল ভারত। জোড়া গোল করে জয়ের নায়ক অধিনায়ক হরমনপ্রীত সিং।
লিগ পর্বে পাঁচটি ম্যাচই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই শেষ করল ভারত। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হরমনপ্রীতরা। অন্য সেমিফাইনালে পাকিস্তানের সামনে চিন। প্রথম চার ম্যাচে ১৯ গোল করলেও এদিন পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা সহজ হল না ভারতের কাছে। তাতেও জয় আটকাল না। পাকিস্তানকে ২-১ গোলে হারাল টানা দুই অলিম্পিকে পদকজয়ী ভারত।

আরও পড়ুন-রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ, তাজমহলের ছাদ ফুটো, চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল

এদিন শুরুতেই পিছিয়ে পড়েছিলেন অমিত রোহিদাসরা। ভারতীয় রক্ষণব্যূহ ভেঙে গোল করে যান পাকিস্তানের নাদিম আহমেদ। পাল্টা আঘাতে দ্রুত সমতায় ফেরে ভারত। প্রথম কোয়ার্টারেই গোল শোধ করে দেন হরমনপ্রীত। দেশের সেরা ড্র্যাগ ফ্লিকারের ২০২ গোল হয়ে গেল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত।
এবারও গোল সেই হরমনপ্রীতের। ফের পেনাল্টি কর্নার থেকে দুরন্ত মুন্সিয়ানায় গোল করেন তিনি। প্যারিস অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতা রয়েছেন চেনা ছন্দে। চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পাকিস্তান।

Latest article