তিরুবনন্তপুরম, ৩০ ডিসেম্বর : প্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল ভারত। আগেই ভারতীয়রা সিরিজ পকেটে পুরে ফেলায়, মঙ্গলবারের পঞ্চম ম্যাচ ছিল নিছকই নিয়মরক্ষার। সেই ম্যাচও ১৫ রানে জিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে অধিনায়ক হরমনপ্রীত কৌরের অনবদ্য হাফ সেঞ্চুরির সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তুলেছিল ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই আটকে যায় শ্রীলঙ্কা।
আরও পড়ুন-জেলায় জেলার চরম হয়রানির শিকার প্রবীণ ও অসুস্থরা, বর্ধমানে এসআইআর ভোগান্তি তৃতীয় দিনেও
নিয়মরক্ষার ম্যাচে স্মৃতি মান্ধানাকে বিশ্রাম দিয়েছিল ভারত। তাঁর বদলে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ডি কমলিনীর। ১৭ বছর বয়সি বাঁ হাতি ওপেনার অবশ্য মাত্র ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। এর আগেই মাত্র ৫ রান করে আউট হয়েছিলেন শেফালি ভার্মা। চাপ আরও বাড়ে হরলিন দেওল ১৩ রান করে আউট হলে। রিচা ঘোষ (৫) এবং দীপ্তি শর্মাও (৭) খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ফলে ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল ভারত।
ওই পরিস্থিতি থেকে দলকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন হরমনপ্রীত। তাঁকে দারুণ সঙ্গ দেন আমনজ্যোত কৌর (১৮ বলে ২১)। দু’জনে মিলে মাত্র ৩৮ বলে ৬১ রান যোগ করেন। হরমনপ্রীত শেষ পর্যন্ত ৪৩ বলে ৬৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে ১১ বলে অপরাজিত ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন অরুন্ধতী রেড্ডি। ফলে স্কোরবোর্ডে পৌনে দুশো রান তুলে ফেলেছিল ভারত।
রান তাড়া করতে নেমে, শুরুতেই চামিরা আট্টাপাট্টুর (২) উইকেট হারায় শ্রীলঙ্কা। যদিও লড়াই চালাচ্ছিলেন ইমেশা দুলানি ও হাসিনি পেরেরা। দ্বিতীয় উইকেটে দু’জনে ৫৬ বলে ৭৯ রান যোগ করেন। কিন্তু ৩৯ বলে দুলানি ৫০ রান করে আউট হওয়ার পরেই ম্যাচ ভারতের দিকে ঢলে পড়ে। হাসিনি ৪২ বলে ৬৫ করে আউট হন। তাতে শুধু হারের ব্যবধান কমেছে।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…