মুম্বই, ২৪ মার্চ : ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য কেন্দ্রীয় চুক্তির কথা ঘোষণা করল বিসিসিআই। গত বছর মেয়েদের কেন্দ্রীয় চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বোর্ড। এবার অবশ্য মোট ১৬ জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। এই ক্রিকেটারদের মোট তিনটে গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড এ-তে থাকা ক্রিকেটাররা বছরে ৫০ লক্ষ টাকা করে বেতন পাবেন। গ্রেড বি-তে থাকা ক্রিকেটাররা পাবেন ৩০ লক্ষ করে। আর গ্রেড সি-তে থাকা ক্রিকেটারদের জন্য বরাদ্দ ১০ লক্ষ করে।
গ্রেড এ-তে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা। গতবারও এই তিনজন গ্রেড এ-তে ছিলেন। গ্রেড বি-তে আছেন রেণুকা ঠাকুর, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ ও শেফালি ভার্মা। আর গ্রেড সি-তে রাখা হয়েছে যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজোৎ কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা ও পূজা বস্ত্রকরকে। এঁদের মধ্যে তিতাস, অরুদ্ধতী, উমা ও আমনজোৎ প্রথমবার বোর্ডে কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেলেন। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন হরলিন দেওল। যিনি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন-মাঠেই হৃদরোগে আক্রান্ত তামিম
এদিকে, এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবেন হরমনপ্রীতরা। সেপ্টেম্বরে ভারতে হবে মেয়েদের একদিনের বিশ্বকাপ। এই সিরিজকে তারই প্রস্তুতি হিসাবে ধরা হচ্ছে। শ্রীলঙ্কা ও ভারত ছাড়াও এই সিরিজে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা।