আন্তর্জাতিক

হ্যারি ও মেগানের কথাও নতুন রাজা চার্লসের মুখে

প্রতিবেদন : রাজপরিবারের নিয়ম মেনে শনিবার রাজসিংহাসনে স্থলাভিষিক্ত হলেন নতুন রাজা তৃতীয় চার্লস। সেইসঙ্গে ৭০ বছরের এক যুগের অবসান হল। শুরু হল এক নতুন যুগের। পাশাপাশি এদিনই চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন ডিউক অ্যান্ড ডাচেস অফ ওয়েলস হিসেবে আনুষ্ঠানিক পরিচয় পেলেন। রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর চার্লস তাঁর ভাষণে পুত্র হ্যারি ও পুত্রবধূ মেগানের প্রতি নিজের ভালবাসার কথা জানান। বিয়ের পর হ্যারি ব্রিটেন থেকে চলে গিয়ে আমেরিকায় বাস করছেন।

আরও পড়ুন-১১ কোটি! বিজেপির নবান্ন অভিযানে খরচ

শুধু তাই নয়, বিয়ের মাত্র দু’বছর পরেই ২০২০ সালে হ্যারি ও মেগান রাজপরিবারের যাবতীয় মানমর্যাদাও ছেড়ে এসেছেন। এর কারণ মেগানের বংশ পরিচয়। মেগানকে মেনে নেননি রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে হ্যারিও তাঁর জেদ বজায় রেখে রানিকে পরিষ্কার জানিয়ে দেন, রাজপরিবারের সদস্য এই সম্মানকে সামনে রেখে তাঁরা কখনওই ব্রিটেনে ফিরবেন না। চার্লস এদিন বলেন বিদেশেই সুখে থাকুক হ্যারি ও মেগান। রানির শেষকৃত্যে যোগ দিতে হ্যারি ও তাঁর স্ত্রী মেগান লন্ডনে ফেরেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন-টানা তল্লাশি, উদ্ধার বিপুল টাকা, বাংলায় ব্যবসা বন্ধ করে দিতে চাইছে ইডি : ফিরহাদ

শনিবার সেন্ট জেমস প্যালেসে আর্চবিশপ জাস্টিন ওয়েলবি, প্রিন্স উইলিয়াম ও পিভি কাউন্সিলের সদস্যগণ ও নতুন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমস্ত রীতিনীতি মেনে ব্রিটেনের রাজার দায়িত্ব নিলেন তৃতীয় চার্লস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে সাদা-কালো পোশাক সজ্জিত হয়ে আসেন চার্লস। টেবিলে রাখা ছিল সদ্য প্রয়াত রানির ছবি। মায়ের আদর্শকে পাথেয় করে পথচলা শুরু করার কথা জানালেন ব্রিটেনের নতুন রাজা।

আরও পড়ুন-ঐতিহাসিক চা-বাগান কর্মী সম্মেলন, আজ অভিষেকের সভা

এদিন বেলা ১১টা নাগাদ রয়্যাল গান স্যালুট দেওয়া হয় তাঁকে। হাউস অফ কমনসে রাজার শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজপরিবারের সকল সদস্য। চার্লস জানালেন, তিনি মায়ের মতোই ভালবাসা আর সততার উপর ভর করে দেশবাসীকে রক্ষার দায়িত্ব নিচ্ছেন। রাজ পরিবারের নিয়ম অনুসারে প্রিন্স উইলিয়ম ও কেটকে ডিউক অ্যান্ড ডাচেস অফ ওয়েলস ঘোষণা করা হয়। এই ঘোষণায় স্পষ্ট হয়ে গেল ব্রিটেনের পরবর্তী রাজা হবেন প্রিন্স উইলিয়ম। ১৯৫২ সালে তিন বছর বয়সি চার্লসকে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর ৭০ বছর পর রাজা হলেন ৭৩ বছরের চার্লস।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago