সংবাদদাতা, নদিয়া : এতদিন সঙ্গী ছিল সিবিআই-ইডি-এনআইএ কিংবা ইনকাম ট্যাক্স। এজেন্সির পর বিজেপির ভরসা এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটালেন রানাঘাটে বিজেপির লোকসভার প্রার্থী। জওয়ানদের নিয়ে জগন্নাথ সরকার হামলা চালালেন আদিবাসী পরিবারের উপর। বেধড়ক মারধর করলেন সুব্রত মুন্ডা নামে এক আদিবাসী যুবককে। আক্রান্ত যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোটা ঘটনায় এলাকার মানুষ বিজেপির বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ জানিয়েছেন। জওয়ানদের নিয়ে বিজেপি প্রার্থীর গুন্ডামির প্রতিবাদে অবরোধও হয়। রাতে হাসপাতালে আহত সুব্রতকে দেখতে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি বলেন, ধিক্কারজনক ঘটনা ঘটিয়েছেন বিজেপি প্রার্থী। কমিশনকে এর জবাব দিতে হবে। কতদিন কমিশন বিজেপির লেজুড়বৃত্তি করবে? মানুষ ক্ষিপ্ত হলে সামলাতে পারবেন তো?
আরও পড়ুন-মা লক্ষ্মীর অধিকার কাড়বে? সাহস থাকলে করে দেখাক ওরা, বিজেপি একটা ‘বন্ধ’ সরকার
অভিযোগ কী? বহুদিন থেকে আদিবাসী পরিবারটির জমি দখল করে রেখেছিল বিজেপি। সেই জমিতেই গাছ কাটা হচ্ছিল। বাধা দিয়েছিলেন সুব্রত। তার জেরেই জওয়ানদের নিয়ে জগন্নাথের হামলা। আহত সুব্রত বলেন, আমরা আদিবাসী। আমাদের প্রতি মুহূর্তে ঠকিয়েছে এই লোকটি। ১৫ বছর আগে জমি দখল করেছে। গাছ কাটার সময় প্রতিবাদ করার পরেই এই হামলা চলে। জওয়ানরা বড় বড় পাথর ছুঁড়ে মারছিল এলাকার আদিবাসী মানুষকে। দীর্ঘদিন ধরেই বিজেপি আর তার দোসররা আদিবাসী সমাজের উপর অত্যাচার চালিয়ে আসছে। এগুলিই তার নমুনা। সব্যসাচী বলেন, আসলে বিজেপি বুঝেছে আদিবাসী সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে। সেই হতাশাতেই সুব্রতর উপর হামলা। ভোটে এর জবাব পাবে।