পারথ, ২৩ নভেম্বর : অভিষেক টেস্টেই সবার নজর কেড়েছেন হর্ষিত রানা। তিন উইকেট নিয়ে গৌতম গম্ভীরের আস্থার মান রেখেছেন তিনি। শনিবার মিডিয়ার মুখোমুখি হয়ে অবশ্য জসপ্রীত বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিলেন হর্ষিত।
৩০ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১০৪ রানে গুটিয়ে দিয়েছেন বুমরা। হর্ষিত বলছেন, ‘‘জসসি ভাইয়ের আগুনে বোলিংই সবাইকে তাতিয়ে দিয়েছিল। ওঁর মতো গ্রেটের সঙ্গে বল করতে পেরে আমি গর্বিত।’’ নিজের সাফল্যের জন্যও বুমরা ও বিরাট কোহলিকে কৃতিত্ব দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘বল করার সময় জসসি ভাই নিয়মিত কথা বলছিলেন। কোন জায়গায় বল রাখতে হবে বলে দিচ্ছিলেন। বিরাট ভাইও অনেক টিপস দিয়েছে। ট্রাভিস হেডকে আউট করে তৃপ্তি পেয়েছি। আজ উইকেট কিছুটা ব্যাটারদের সাহায্য করেছে। আমরা কোনও নির্দিষ্ট লক্ষ্য রাখছি না। তৃতীয় দিনেও যতটা সম্ভব ব্যাট করে যেতে চাই।’’
অভিষেক টেস্ট খেলার অনুভূতি জানাতে গিয়ে হর্ষিতের বক্তব্য, ‘‘আগের দিন রাতে উত্তেজনায় ঘুম হয়নি। তবে সকালে ওঠার পর সেই চাপ আর ছিল না। যখন ড্রেসিংরুমে আমাক জানানো হয়, আমি খেলছি এবং বক্তব্য রাখতে হবে। তখন আবেগে কেঁদে ফেলেছিলাম। দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলব, এটা ভেবে আবেগ সামলাতে পারিনি।’’
আরও পড়ুন-জেলযাত্রার চক্রান্ত সাজিয়েও ঝাড়খণ্ডে ঘাড়ধাক্কা বিজেপির, বাংলায় তৃণমূল ৬-এ ৬
এদিকে, বুমরাকে আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রবি শাস্ত্রীও। তাঁর সাফ কথা, বিরাট কোহলির পর অস্ট্রেলিয়ার মাটিতে এখন সবথেকে বেশি জনপ্রিয় ভারতীয় ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরা। শাস্ত্রী বলেছেন, ‘‘বুমরা অস্ট্রেলীয়দের চোখে চোখ রেখে পারফর্ম করছে। অসাধারণ বোলিংয়ের পাশাপাশি চমৎকার নেতৃত্ব দিল। অস্ট্রেলীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ও এখন বিরাট কোহলির পরেই সবথেকে জনপ্রিয়। কারণ অস্ট্রেলীয়রা এমন ক্রিকেটারদেরই সম্মান করে, যাঁরা ওদের বিরুদ্ধে পাল্টা দিতে পারে। ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার যে মাঠেই খেলবে, বিরাটের পাশাপাশি বুমরার নামেও জয়ধ্বনি শোনা যাবে।’’