সমাপ্তি অনুষ্ঠান মাতালেন হরবিন্দর-প্রীতি, গোটা দেশ তোমাদের জন্য গর্বিত : নীরজ

শেষ হল প্যারিস প্যারালিম্পিক। বৃষ্টিভেজা সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বহন করলেন দুই ভারতীয় প্যারা অ্যাথলিট হরবিন্দর সিং এবং প্রীতি পাল।

Must read

প্যারিস, ৯ সেপ্টেম্বর : শেষ হল প্যারিস প্যারালিম্পিক। বৃষ্টিভেজা সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বহন করলেন দুই ভারতীয় প্যারা অ্যাথলিট হরবিন্দর সিং এবং প্রীতি পাল। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস গড়েছেন হরবিন্দর। অন্যদিকে, মেয়েদের টি-৩৫ বিভাগের ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছিলেন প্রীতি। এরপর ২০০ মিটারেও ব্রোঞ্জ পান তিনি। প্রসঙ্গত, প্রীতি-ই প্রথম ভারতীয়, যিনি প্যারালিম্পিকের ইতিহাসে স্প্রিন্টে জোড়া পদক জিতলেন।

আরও পড়ুন-চিকিৎসকদের আন্দোলন কয়েকটি ছবি, কিছু প্রশ্ন

সমাপ্তি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্যারিসে শুরু হয়েছিল বৃষ্টি। অনুষ্ঠান শুরুর আগে অধিকাংশ অ্যাথলিটই রেনকোট গায়ে স্টেডিয়ামে এসেছিলেন। তবে তাতেও তাল কাটেনি অনুষ্ঠানের। বরং স্টেডিয়াম উপস্থিত ২২ হাজার দর্শক সমাপ্তি অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন দারুণভাবে। এদিকে, প্যারিসে ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন জোড়া অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। ৭টি সোনা, ৯টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ-সহ মোট ২৯টি পদক এসেছে ভারতের ঝুলিতে। যা প্যারালিম্পিকের ইতিহাসে ভারতের সর্বকালের সেরা সাফল্য। উচ্ছ্বসিত নীরজ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘প্যারালিম্পিকে অসাধারণ পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। ২৯টি পদক জয়! প্রত্যেক অ্যাথলিট এবং সাপোর্ট স্টাফদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন। ভারত তোমাদের জন্য গর্বিত।’’

Latest article