হরিয়ানার ডাক্তারদের ধর্মঘটের চতুর্থ দিন, অচলাবস্থার অবসানের জন্য হাইকোর্টে আবেদন

বিজেপি রাজ্যে অচলাবস্থার শিকার স্বাস্থ্য পরিষেবা। গেরুয়া রাজ্যে ডাক্তারদের ধর্মঘটের ফলে এবার বিপাকে বিপুল সংখ্যক রোগী।

Must read

বিজেপি রাজ্যে অচলাবস্থার শিকার স্বাস্থ্য পরিষেবা। গেরুয়া রাজ্যে ডাক্তারদের ধর্মঘটের ফলে এবার বিপাকে বিপুল সংখ্যক রোগী। রীতিমত অসহায় পরিস্থিতির শিকার হয়েই অবশেষে হরিয়ানায় (Haryana) সরকারি ডাক্তারদের অনির্দিষ্টকালের ধর্মঘটকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করা হয়েছে। জনস্বার্থ মামলায় এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি করা হয়েছে, কারণ এই ধর্মঘটের ফলে রাজ্যজুড়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

আরও পড়ুন-তেলেঙ্গানার ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ক্রিকেট ব্যাট দিয়ে খুন প্রেমিকার পরিবারের

৮-৯ ডিসেম্বর দুই দিনের প্রতিবাদ হিসেবে ধর্মঘট শুরু হয়েছিল কিন্তু হরিয়ানা সিভিল মেডিকেল সার্ভিসেস অ্যাসোসিয়েশন (HCMSA) এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনায় ডাক্তারদের দাবির সমাধান না হওয়ায় পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। প্রায় ৩,০০০ এরও বেশি সরকারি চিকিৎসক এই ধর্মঘটে অংশগ্রহণ করছেন, যার ফলে হাসপাতালগুলিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে এক ব্যক্তির হাঁটু ভাঙার জন্য ব্যাথার ওষুধ দেওয়া হয়েছে শুধুমাত্র। জানা গিয়েছে, হরিয়ানা সরকারের অত্যাবশ্যকীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন (ESMA) বাস্তবায়নের বিরোধিতা করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের অভিযোগ সরকারের তরফ থেকে আলোচনার জন্য কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও পাওয়া যায়নি। তাঁরা প্রশ্ন তুলেছেন দিনের পর দিন ডাক্তারদের পদোন্নতি হচ্ছে না। তারপরেও সরকারের থেকে ক্রমাগত চাপ আসছে। কেন তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত করছে না? সরকারের পক্ষ থেকে যদিও কোন সদুত্তর আসেনি।

Latest article