প্রতিবেদন : বাংলা নববর্ষের আগে মহম্মদ ইউনুসকে ‘আত্মকেন্দ্রিক সুদখোর’ বলে আক্রমণ করলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, ক্ষমতার লোভে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের পতনের ষড়যন্ত্রে লিপ্ত ইউনুস। এর পাশাপাশি জুলাইয়ের কোটাবিরোধী আন্দোলনে নিহত আবু সইদের মৃত্যু নিয়েও সংশয় প্রকাশ করেন হাসিনা। জুলাই আন্দোলনের বেলাগাম হিংসা নিয়ে ইউনুস প্রকৃত তদন্ত চান না বলেও তোপ হাসিনার।
আরও পড়ুন-পর্যটনে দিশা দেখাচ্ছে গ্রাম পঞ্চায়েত, পরিত্যক্ত জমিতে তৈরি পার্ক
রবিবার ভিডিও বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ নিশ্চয়ই কোনও কারণে তাঁকে জীবিত রেখেছেন। শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরবেন। ইউনুস সরকারকে আক্রমণ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুছে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। তাদের স্মৃতি অটুট রাখতেই প্রতি জেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স তৈরি করেছিলাম আমরা, কিন্তু সেগুলি ভেঙে গুঁড়িয়ে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ধ্বংসের দায় ইউনুসের। আপনি যদি আগুন নিয়ে খেলেন, তবে আপনাকেও পুড়তে হবে।
হাসিনার দাবি, বিদেশি শক্তি বাংলাদেশকে ধ্বংস করতে চাইছে। সুদখোর, ক্ষমতালোভী, অর্থলোভী, আত্মকেন্দ্রিক এক ব্যক্তি বিদেশি ষড়যন্ত্র করেছেন এবং দেশকে ধ্বংস করতে টাকা নিচ্ছেন। বিএনপি ও জামাতও খুন করছে, আওয়ামি লিগের সদস্যদের চরম হেনস্থা করছে।
শেখ হাসিনার আক্ষেপ, আওয়ামি লিগ সরকারের পতন বাংলাদেশের শিল্পক্ষেত্রে বড় ধাক্কা দিয়েছে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের কারখানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শিল্প ধ্বংস করে দেওয়া হচ্ছে। হোটেল, হাসপাতাল-সবকিছু নষ্ট করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আওয়ামি লিগের কর্মীদের ফাঁসানো হচ্ছে। যারা থানা জ্বালিয়েছে, পুলিশকে মেরেছে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। ফ্যাসিস্ট জঙ্গি ইউনুস ক্ষমতার লোভে আমাদের দেশকে ধবংস করছে।