নয়াদিল্লি: হাদি-কাণ্ডে ভারতের নাম জড়ানোর বিরোধিতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যেভাবে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) বলেন, দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থার ব্যর্থতা আড়াল করতেই এই চেষ্টা করা হচ্ছে। আওয়ামি লিগ নেত্রীর কথায়, হাদি হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে অরাজকতা এবং নির্বাচনী হিংসা ছড়িয়ে পড়েছে, এটি তারই ফল। অভ্যন্তরীণ শাসনব্যবস্থার ব্যর্থতাকে বিদেশি ষড়যন্ত্র হিসাবে দেখানোর জন্য ভারতকে দোষ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-ডেনমার্কে ছুটি হল চিঠির, দেশ থেকে উঠে গেল ডাক-পরিষেবা

