আন্তর্জাতিক

হাসিনাকে ফাঁসির সাজা, বাংলাদেশে ফের অরাজকতা

প্রতিবেদন : বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হল। সেই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। আর এক অভিযুক্ত তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হল। রায় ঘোষণার আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ঢাকা শহরের বিভিন্ন এলাকা। স্বৈরাচারী প্রক্রিয়ায় এক পক্ষের বক্তব্যের ভিত্তিতেই রায় ঘোষণা করল বাংলাদেশের আইসিটি, অভিযোগ আওয়ামি লিগের। সোমবার এই রায় ঘোষণা করে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এদিন বিচারপতি গোলাম মোর্তাজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায়ের বিভিন্ন অংশ পড়ে শোনানো শুরু করতেই বিক্ষোভ ও অরাজকতা শুরু হয়ে যায় ঢাকা শহরে।

আরও পড়ুন-এসআইআরের নামে বিজেপির হয়ে ‘রিগিং’ নির্বাচন কমিশনের

রায় ঘোষণার পরই মুখ খুলেছেন শেখ হাসিনা। তিনি স্পষ্ট বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামি লিগের অস্তিত্ব মুছে ফেলতে এই রায় দেওয়া হয়েছে। এই মামলায় তাঁর কোনও বক্তব্যই শোনা হয়নি অভিযোগ তুলে আইসিটি-কেই পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন শেখ হাসিনা। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত হেগে যাওয়ারও চ্যালেঞ্জ জানান বঙ্গবন্ধু-কন্যা। সোমবার বাংলাদেশ আইসিটি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর যে বিবৃতি প্রকাশ করেন শেখ হাসিনা, তাতে কার্যত স্পষ্ট এই রায়ের অপেক্ষা তিনি করেছিলেন। এমন রায় হবে সেটাও তাঁর কাছে প্রত্যাশিত ছিল। বিবৃতিতে তিনি দাবি করেছেন, জুলাই-অগাস্ট আন্দোলনের সময় তাঁর প্রশাসন সর্বতোভাবে চেষ্টা চালিয়ে গিয়েছিল দেশে গণতন্ত্র রক্ষা করার। জীবন হানি যতটা সম্ভব কম করার চেষ্টা চালানো হয়েছিল। তাঁর প্রশাসন কোনও গণহত্যার নির্দেশ দেয়নি। হাসিনা আরও দাবি করেন, আন্দোলন চলাকালীন বাইরের শক্তির দ্বারা যেভাবে প্রভাব খাটানো হয়েছিল, তা নিয়ে কোনও তদন্ত হয়নি। উসকানি-সংক্রান্ত বিষয়গুলি তদন্তের বাইরেই রয়ে গিয়েছে। এইসব যুক্তি তুলে ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতকে পক্ষপাতদুষ্ট বলেন তিনি। তাঁর দাবি, এই আদালত থেকে পূর্ববর্তী প্রশাসনের প্রতি নরম মনোভাব পোষণকারী বা তাঁদের সমর্থক সব বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র আওয়ামি লিগের সদস্যদেরই বিচার হয়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago