হুলিগানদের যোদ্ধা তকমা দিচ্ছেন ইউনুস! ভারতের উপর হামলার কড়া নিন্দায় হাসিনা

Must read

নয়াদিল্লি: বাংলাদেশের যে উগ্রবাদী শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে হামলা চালাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনীতিকদের রক্ষা করার বদলে বিশৃঙ্খল হুলিগানদের যোদ্ধার তকমা দিচ্ছে। ভোটমুখী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের এভাবেই সরব হলেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। তাঁর সরাসরি অভিযোগ মহম্মদ ইউনুসের দিকেই। নির্বাচনের আগে ওসমান খাদি হত্যায় উত্তপ্ত বাংলাদেশ। কার্যত অরাজকতার পরিবেশ। অন্তর্বর্তী সরকার বহুক্ষেত্রে সম্পত্তি ধ্বংস ও জীবনহানির ঘটনা দেখেও নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরেও ওয়াকিবহাল মহলের অভিযোগ, নির্বাচন এড়িয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় ইউনুস সরকার দুষ্কর্মে প্রশ্র‍য় দিচ্ছে। আইনশৃঙ্খলা বেহাল হওয়ার অজুহাত দেখিয়ে যাতে নির্বাচন বানচাল করা যায়। পরিস্থিতি এমনই যে হাদির খুনে গোটা বাংলাদেশ উত্তাল হলেও তার খুনিকে ধরতে ব্যর্থ পুলিশ! কোনও নির্ভরযোগ্য সূত্র না পাওয়া সত্ত্বেও ভারতের ওপর অরাজকতার দায় চাপাতে মরিয়া ঢাকা। আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা এবং হামলার মুখে ভারতীয় দূতাবাসের দফতরগুলি। নিজের দেশের এইসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উগরে দিয়েছেন নিজের ক্ষোভ।

আরও পড়ুন-দেশে ফিরে ভোটে লড়ার প্রস্তুতি শুরু করবেন খালেদাপুত্র তারেক

হাসিনার দাবি, যে অরাজকতা চলছে তা মৌলবাদীদের তৈরি করা, যাদের মহম্মদ ইউনুস সযত্নে পালন করছেন। হাসিনার কথায়, এরাই সেই শক্তি, যারা সংবাদপত্রের দফতরে হামলা চালায়, ভারতীয় দূতাবাসে হামলা চালায়। এক সময়ে এরাই আমাকে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য করেছিল। মুজিবকন্যার মন্তব্য, ভারতীয় দূতাবাসের কর্মীদের জন্য নয়াদিল্লির উদ্বেগ যথাযথ। আমার বলতে খারাপ লাগছে, একটি দায়িত্বশীল প্রশাসনের দায়িত্ব বিদেশের কূটনীতিকদের রক্ষা করা এবং যারা তাদের উপর হামলা চালায় তাদের শাস্তি দেওয়া। সেখানে মহম্মদ ইউনুস হুলিগানদের রক্ষা করছেন এবং তাদের যোদ্ধার তকমা দিচ্ছেন!

Latest article