ধোনি-গড়ে জয়ের হ্যাটট্রিক দিল্লির

দিল্লির জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেছেন কে এল রাহুল। ব্যাট হাতে ৫১ বলে ৭৭ রান করে, দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রাহুল।

Must read

চেন্নাই, ৫ এপ্রিল : চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিকের স্বাদ পেল দিল্লি ক্যাপিটালস। টানা তিন ম্যাচ জয়ের পর আপাতত টুর্নামেন্টের শীর্ষে উঠে এল দিল্লি। দিল্লির জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেছেন কে এল রাহুল। ব্যাট হাতে ৫১ বলে ৭৭ রান করে, দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রাহুল।
অন্যদিকে, ঘরের মাঠে হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের! এদিন বোলিং এবং ব্যাটিং, উভয় বিভাগেই চূড়ান্ত হতাশ করল চেন্নাই। শনিবার চিপকে খেলা দেখতে এসেছিলেন এমএস ধোনির বাবা পান সিং এবং মা দেবকী। তবে গ্যালারিতে নয়। চিপকের বাউন্ডারির ধারে অতিথিদের বসার বিশেষ বন্দোবস্ত রয়েছে। সেখানেই পাশাপাশি বসে থাকতে দেখা যায় ধোনির বাবা ও মাকে। সঙ্গে ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাও। যদিও মন খারাপ করেই মাঠ ছাড়তে হল ধোনির পুরো পরিবারকে।

আরও পড়ুন-ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় পথে তৃণমূল

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু দিল্লির শুরুটা মোটেই ভাল হয়নি। ইনিংসের প্রথম ওভারেই খলিল আহমেদের শিকার হন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (০)। তবে সেই চাপ কাটিয়ে দিয়েছিল রাহুল-অভিষেক পোড়েল জুটি। ক্রিজে এসেই ব্যাটে ঝড় তুলেছিলেন অভিষেক। মুকেশ চৌধুরির এক ওভারে ১৯ রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ২০ বলে ৩৩ করে জাদেজার বলে আউট হন অভিষেক। অধিনায়ক অক্ষর প্যাটেলও খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি ১৪ বলে ২১ করে প্যাভিলিয়নে ফেরেন। চোটের জন্য শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। তাঁর বদলে খেলতে নামা সমীর রিজভি ১৫ বলে ২০ করে আউট হন।
শেষ ওভারে মাথিশা পাথিরানার শিকার হন রাহুলও। এক বল পরেই রান আউট হন আশুতোষ শর্মা (১)। তবে ১২ বলে ২৪ করে নট আউট থেকে যান ট্রিস্টান স্টাবস। ফলে স্কোরবোর্ডে লড়াই করার মতোই রান তুলেছিল দিল্লি।
চিপকের মন্থর পিচে জেতার জন্য ১৮৪ রান তাড়া করা রীতিমতো কঠিন কাজ। তার উপরে প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় চেন্নাই। রাচিন রবীন্দ্র (৩), ডেভন কনওয়ে (১৩), ঋতুরাজ গায়কোয়াড় (৫), শিবম দুবেরা (১৮) রান পেলেন না। ব্যর্থ রবীন্দ্র জাদেজাও (২)। হাফ সেঞ্চুরি করেন বিজয় শঙ্কর। তিনি ৫৪ বলে ৬৯ করে নট আউট থাকেন। সাত নম্বরে নেমে ২৬ বলে অপরাজিত ৩০ করলেন ধোনি। ষষ্ঠ উইকেটে দু’জনে ৫৭ বলে ৮৪ রান যোগ করেন। কিন্তু তাতে শুধুই হারের ব্যবধান কমেছে! দিল্লির স্পিনার ভিপরাজ নিগম ২৭ রানে ২ উইকেট দখল করেন।

Latest article