‘ঘৃণা-হিংসার রাজনীতির স্থান নেই বাংলায়’, লালবাড়ি দখলের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা

ঠিক তার পরেই টুইটে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু নাম করেন নি তিনি।

Must read

কলকাতা পুরসভার ভোটে ছোট লালবাড়ি দখলের চিত্র স্পষ্ট হয়েছে খুব সহজেই। ঠিক তার পরেই টুইটে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু নাম করেন নি তিনি।

আরও পড়ুন-‘এই নির্বাচন হয়েছে গণ উৎসবের, গণতন্ত্রের জয়’ কলকাতাবাসীকে কৃতিত্ব দিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

তাঁর বেঁধে দেওয়া টার্গেটের প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছে দল- এটা দেখার পরেই কলকাতা পুরভোটের ফল নিয়ে টুইট করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নাম না করে টুইটে (Tweet) তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। লিখলেন, “ফের কলকাতার মানুষ প্রমাণ করলেন ঘৃণা ও হিংসার রাজনীতির কোনও স্থান বাংলায় নেই।
আমাদের প্রতি এই বিপুল জনসমর্থনের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। আপনাদের উন্নয়নের লক্ষ্যে আমরা বিনম্র ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদ কলকাতা”

আরও পড়ুন-সাংসদ সাসপেন্ড ইস্যুতে বিরোধী ঐক্যে ভাঙন ধরানোর কৌশল, ব্যর্থ হল কেন্দ্র

পুরভোটের প্রচারের সময়ও অভিষেক বারবার বলেছিলেন, “আপনারা মাথা উঁচু করে ভোট দিন। আগামী পাঁচ বছর আমরা মাথা নীচু করে আপনাদের সেবা করব।” বিপুল ভোটে জেতার পরেও একইভাবে বিনম্র হয়ে কাজ করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নম্রভাবে কাজ করার বার্তা দিলেন তিনি।

 

Latest article