যোগ্য-বঞ্চিতদের পাশে থাকবে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, জানালেন শিক্ষামন্ত্রী

Must read

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, রায়ের পরেই বঞ্চিতদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানালেন, “মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমরা যোগ্য-বঞ্চিত যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা থাকব। মানবিকভাবে থাকব। রাজনৈতিকভাবেও থাকব। যেটা বলা হচ্ছে টেইন্টেড এবং আনটেইন্টেড, বা একজনের বেতন ফেরত দেওয়া হবে আর একজনের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়। এগুলো মহামান্য বিচারপতির রায়ের প্রতিটি পাতায় আছে। আঠাশ নম্বর অণুচ্ছেদে স্পষ্ট করে আছে। অর্থাৎ যা বলা হচ্ছে, তা তো এসএসসির দেওয়া তথ্য থেকেই বলা হয়েছে।

আরও পড়ুন-দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য, এত বড় নিয়োগ প্রক্রিয়া ৩ মাসের মধ্য়ে সম্ভব নয়, জানালেন SSC-র চেয়ারম্যান

এর পাশাপাশি ব্রাত্য (Bratya Basu) জানান, “যোগ্য-অযোগ্যের তালিকা যে এসএসসি ভাগ করতে পারেনি, সেই কথাটা ঠিক নয়। এটা ঠিক সেই তথ্যে আদালত সন্তুষ্ট হতে পারেননি। কিন্তু নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পরে আমরা বুঝতে পারছি। এবং যাঁরা যোগ্য-বঞ্চিত তাঁদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও করব। আমি শুধু একটাই কথা বলব, মাননীয় মুখমন্ত্রীর উপর ভরসা রাখুন।”

শুক্রবার থেকেই চাকরিহারাদের অনেকে স্কুলে যাচ্ছেন না। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মুখ্যমন্ত্রী তাঁদের কী করণীয়, তা বলে দিয়েছেন। আমাদের কাছে এমন তথ্য নেই যে, তাঁরা যাচ্ছেন না।” চাকরিহাররা কি স্কুলে যেতে পারেন? ব্রাত্য জানান, সেটা তিনি বলতে পারেন না।

Latest article