ভরসা রাখুন, পাশে আছেন মুখ্যমন্ত্রী : ব্রাত্য

চাকরিহারা-এসএসসি-শিক্ষাসচিবদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী

Must read

প্রতিবেদন : পূর্ব ঘোষণা মতোই বিকাশভবনে চলছে ত্রিপাক্ষিক বৈঠক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya basu) নেতৃত্বে রয়েছেন চাকরিহারাদের প্রতিনিধিদল, এসএসসির চেয়ারম্যান, শিক্ষাসচিব-সহ পদস্থ আধিকারিকরা। আইনি পথে চাকরির জট কাটাতে চেষ্টার ত্রুটি রাখছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবেই চান যোগ্য চাকরিহারারা তাঁদের কর্মক্ষেত্রে ফিরে যান। সেই মর্মেই সুপ্রিম কোর্টে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই আবহে শুক্রবার বিকেল চারটে থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলছে বৈঠক। চাকরিহারাদের নিয়ে আসা পয়েন্ট, এসএসসির ভার্সান, শিক্ষা দফতরের ভার্সান-সহ আইনজীবীদের দিক-নির্দেশিকা নিয়ে চলছে বিস্তারিত আলোচনা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya basu) চাকরিহারাদের বার্তা দিয়েছেন ভরসা রাখুন, পাশে আছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইনি পথেই মিলবে সমাধান। একজন শিক্ষকেরও চাকরি যাবে না। নেতাজি ইনডোরের সভায় একথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ফলে আন্তরিকভাবেই সব দিক খোলা রেখে রাজ্য সরকার চাইছে এই জট কাটাতে। বৈঠকের পর জানা যাবে পরবর্তী পদক্ষেপ।

আরও পড়ুন-এ কী হাল বিজেপি শাসিত রাজ্যের! হরিয়ানায় বেলাগাম কন্যাভ্রুণ হত্যা, কাঠগড়ায় ৩০০ স্বাস্থ্যকেন্দ্র

Latest article