গোধরা ফাইলস করে দেখান

রবিবার কলকাতা জাদুঘরে ‘অমৃত মহোৎসব’-এর এক অনুষ্ঠানে বিবেক শুধু শাসকদলেরই নয়, সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও

Must read

প্রতিবেদন : যদি দম থাকে গুজরাতে গিয়ে গোধরা ফাইলস করে দেখান। সেখানে গিয়ে করলে মেরে পিঠের চামড়া তুলে দেবে। এই ভাষাতেই কাশ্মীর ফাইলস-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-আমেরিকায় বন্ধ হল আরও এক ব্যাঙ্ক

রবিবার কলকাতা জাদুঘরে ‘অমৃত মহোৎসব’-এর এক অনুষ্ঠানে বিবেক শুধু শাসকদলেরই নয়, সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বলেন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ শাসকদল। তিন-চারশো মিনি কাশ্মীর রয়েছে বাংলায়। বাংলার কাহিনি ভারতের সবাইকে বলতে চাই। ‘বেঙ্গল ফাইলস’ বানাব। বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না। দেখুন, সঙ্গে বডিগার্ড। এই বক্তব্যের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সোমবার পাল্টা কুণালের প্রশ্ন, ‘‘কে বিবেক অগ্নিহোত্রী? বাংলায় এসে অপমান, কুৎসা, প্ররোচনা দিচ্ছেন। ওঁরা যদি শিল্পী হন, তাহলে নিজেদের শিল্পকর্মের জন্য সম্মান পাবেন। কিন্তু এভাবে বিজেপির দালালি করলে কোনও সম্মান পাবেন না। চাপিয়ে দেওয়া কথা বলে প্ররোচনা দিতে পাঠানো হয়েছে। বেঙ্গল ফাইলস করার কথা বলছেন, যান না, দম থাকলে গুজরাতে গিয়ে গোধরা ফাইলস বানান। হাথরস ফাইল বানান।” তাঁর সাফ কথা, এই বেঙ্গল ফাইলসের বদলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, যুবশ্রী দেখান। ওটাই আসল বেঙ্গল ফাইলস। খবর নিয়ে দেখুন, কেন্দ্রের প্রশংসা পেয়েছে এসব প্রকল্প।

আরও পড়ুন-বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুপ্রিম নির্দেশ কেন্দ্রকে

বিবেকের পাশাপাশি রবিবার হুঁশিয়ারি দিয়ে অনুপম খের বলেছিলেন, ‘‘শান্তিনিকেতন যাবই, কেউ আটকাতে পারবে না।’’ এর জবাবও দিয়েছেন কুণাল। বলেন, অনুপম খেরকে কেন আটকাতে যাবে কেউ? ওটা ওই বিশ্বভারতীতে যিনি বসে আছেন, যিনি রবীন্দ্রনাথের কোনও ঐতিহ্যই মানেন না, তাঁদের মধ্যেকার ব্যাপার।

Latest article