মুম্বই, ১৫ নভেম্বর : মাথায় রেখেছিলেন ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপকে। দুটোতেই ভারত ব্যর্থ হয়েছিল। বুধবার ওয়াংখেড়ে ম্যাজিকের পর মহম্মদ শামি (Mohammed Shami) বললেন, খুব হতাশ হয়েছিলাম তখন। এবার সুযোগ সামনে এসেছে। স্বপ্ন সত্যি করার এর থেকে বড় সুযোগ আর পাব না। কারণ, জানি না আবার বিশ্বকাপে এরকম জায়গায় আমরা খেলতে পারব কি না।
একটা সময় হারের সম্ভাবনা তৈরি হয়েছিল। আর সেটা ড্যারেল মিচেলের ভয়ঙ্কর ব্যাটিংয়ের জন্য। এই মিচেলকে নিয়ে ফ্রিঞ্চের মতো অনেকেই সাবধান করেছিলেন। তবে শামি বলছেন, ম্যাচ ঘুরেছে কেন উইলিয়ামসন আউট হওয়ার পর। এই উইলিয়ামসনের ক্যাচ পড়েছিল শামির হাত থেকে। তাঁর উইকেট নিয়ে মানরক্ষা করেছেন। শামি বললেন, আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। ক্যাচ পড়ে যাওয়ার পর খুব খারাপ লেগেছে। কিন্তু হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়ে গিয়েছি।
মুম্বইয়ে রাতের দিকে যে শিশির পড়ে, সেটা এদিন কমই ছিল। শামি বলছেন এতে তাঁদের সুবিধা হয়েছে। না হলে বল গ্রিপ করতে অসুবিধা হত। কিন্তু এমন ৫৭ রানে ৭ উইকেটের গোপন রহস্য কী? শামি জানালেন, উইকেটে ঘাস ছেঁটে ফেলার পর তাঁরা সুবিধা পেয়েছেন। বল আরও স্লো হয়েছে। নিউজিল্যান্ড ব্যাটারদের তাতে খেলতে অসুবিধা হয়েছে।
সাদা বলের ক্রিকেটে একসময় ব্রাত্য ছিলেন। কিন্তু এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই দ্বিপাক্ষিক সিরিজে দলে ফিরেছিলেন। শামি (Mohammed Shami) অবশ্য আর পিছন ফিরে তাকাতে চান না। পাখির চোখের মতো বিশ্বকাপকেই দেখছেন এখন।
আরও পড়ুন-বিরাট পঞ্চাশ, শামিতে ফাইনাল
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…