সংবাদদাতা, শিলিগুড়ি ও জলপাইগুড়ি : সাধারণ মানুষের সুবিধার্থে ফুটপাথ দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় হকার্স জোনের জায়গা বেছে নেওয়া হয়েছে। উত্তরের আলিপুরদুয়ারের পর শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও হকার্স কর্নারের জায়গা পরিদর্শন করল পুরসভা।
আরও পড়ুন-রথের মিলনমেলার জন্য তৈরি হচ্ছে মায়াপুর
বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ কমিশনার সি সুধাকর, ডেপুটি মেয়র, বরো চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর-সহ অধিকারিকদের নিয়ে হকার্স কর্নার, বিধান মার্কেট, ডুয়ার্স বাসস্ট্যান্ড, ইসকন মন্দির এলাকা পরিদর্শন করেন। এই সমস্ত এলাকায় হকার জোন তৈরি করে হকারদের বসানো হবে। পাশাপাশি জলপাইগুড়িতেও ৭০ জন ফুটপাথ ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে প্রশাসন। পুনর্বাসনের কথা দেওয়া হয় প্রশাসনের তরফে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রুত নতুন জায়গা পাবেন ওই হকাররা। ফুটপাথে বসা ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজ্য সরকারের প্রতি তাঁদের পূর্ণ আস্থা আছে।