কল্যাণী সীমান্তে ট্রেন আটকে হকারদের বিক্ষোভ

Must read

ব্যাহত রেল পরিষেবা। সোমবার সকাল ৬ টা থেকে বন্ধ ছিল শিয়ালদহ – কল্যাণী (Kalyani) শাখার ট্রেন চলাচল। কল্যাণী সীমান্তে হকাররা প্রায় ২০ মিনিট ট্রেন আটকে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারিদের দাবি, ভোর ৫:০২ মিনিটের প্রথম ডাউন কল্যাণী (Kalyani) সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেনটিকে অবিলম্বে চালু করতে হবে। যার জেরে নাজেহাল নিত্যযাত্রীরা। বিক্ষোভকারি হকাররা এই দাবির কারণ হিসাবে জানান, লকডাউনের আগে যেমন সকালের প্রথম ট্রেনটি সমস্ত স্টেশনে দাঁড়াত ঠিক তেমনি আবার সেই ব্যবস্থা চালু করা হোক। কল্যাণীতে এমন অনেকেই রয়েছেন যারা হকার। তাঁরা ব্যবসার কাজে শিয়ালদহ সহ অন্যান্য প্রান্তে দৈনন্দিন যাতায়াত করেন। এই ট্রেন বন্ধ হওয়ার কারণের তাঁদের রোজকারে সমস্যা দেখা দিচ্ছে।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে শিয়ালদহ মেন লাইনে ২৫ ঘণ্টা ট্রেন অবরোধ ছিল। সেই সময় তাঁদের দাবি ছিল, জালালখালি হল্টে সমস্ত ট্রেনগুলিকে আপ এবং ডাউনে দাঁড় করাতে হবে। সেই সময় দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ থাকায় সময়মতো গন্তব্যে পৌঁছতে হিমশিম খেয়ে গেছেন নিত্যযাত্রীরা। ঠিক তাঁর রেশ কাটতে না কাটতেই ফের সপ্তাহের প্রথমদিনেই নাজেহাল নিত্যযাত্রীরা।

Latest article