প্রতিবেদন : প্রতারণার দায়ে অভিযুক্ত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে বৃহস্পতিবারই পুলিশের কাছে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বুধবার জয়প্রকাশের রক্ষাকবচের সময়সীমা আর বৃদ্ধি না করে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন : কৌশিকী অমাবস্যাময় বন্ধ তারাপীঠ
প্রসঙ্গত, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগে গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জয়প্রকাশ। তাঁকে রক্ষাকবচ দিয়ে হাইকোর্টের বিচারপতি রাজ শেখর মান্থা জানিয়েছিলেন, জয়প্রকাশকে গ্রেফতার করা যাবে না৷
আরও পড়ুন : ‘বাংলার দিদিকে প্রধানমন্ত্রী চাই’ বলছে আসাম
বুধবার পুলিশের পক্ষ থেকে তাঁকে নোটিশ জারি করার কথা আদালতে জানানো হয়। এরপরই হাইকোর্ট জানায়, বৃহস্পতিবারই জয়প্রকাশকে হাজিরা দিতে হবে পুলিশের সামনে৷ যদিও বিজেপি নেতার দাবি, “বিভিন্ন মহল থেকে অনেক কিছু রটানো হচ্ছে। কিন্তু হাইকোর্ট এদিনের রায়ে বলেছে, এই মামলায় এখনই ৪১-এর কোনও বাস্তবতা নেই। এই বিষয়ে আদালতে পরে শোনা হবে”! তাই জল কোন দিকে গড়ায় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।