সংবাদদাতা, শিলিগুড়ি : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল এইচডিইউ ও হাইব্রিড সিসিইউ। শুক্রবার ছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্মদিনে এই দুটি ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই দুটি ইউনিটে ২৪টি ও অতিরিক্ত দশটি শয্যা রয়েছে।
আরও পড়ুন-গ্রামাঞ্চলে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সক্রিয় স্বাস্থ্যমন্ত্রক, ৮ কোটিতে ২৪ সুস্বাস্থ্যকেন্দ্র
আগামী সোমবার থেকে হাসপাতালের ওপিডি চালু হবে। এখানে ক্যানসার ও হার্ট সহ গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা হবে। সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ২৫০টি শয্যা চালু করা হবে খুব শীঘ্রই বলে জানা গিয়েছে। এই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করতে রাজ্য সরকারের মোট ১৫০ কোটি টাকা খরচ হয়েছে। ছয়তলা হাসপাতাল ভবনে পৃথকভাবে পাঁচটি লিফট, বর্জ্য প্রক্রিয়াকরণের আধুনিক পরিকাঠামোও রয়েছে। জটিল রোগের চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে এই হাসপাতালে রোগীরা আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাসপাতালের পরিষেবা আরও উন্নত হল।