আমাকে ফেস করতে ভয় পায়, তাই হাউসে থাকে না: মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

তাঁর মুখোমুখি হতে ভয় পায় গদ্দার। সেকারণে কখনও ওয়াকআউট, কখনও আন্দোলনকে ঢাল করে পালিয়ে বেড়ায় বিধানসভা থেকে। বাইরে চলে কুকথা আর কুৎসার স্রোত। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এ প্রসঙ্গে বিরোধী দলনেতাকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের সরকারকে একদিন আগে ‘মোল্লাদের সরকার, মুসলিমদের সরকার’ বলে উল্লেখ করে গদ্দার। মঙ্গলবার সেই সমালোচনার পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, আমি মুসলিম লিগ? বাংলায় কত শতাংশ মুসলিম থাকে? নতুন করে জনগণনা হয়নি। আমার হাতের পাঁচটা আঙুলের মতো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই সমান। নির্বাচনের সময় তৃণমূলকে হারাতে আপনারাই মুসলিম লিগের সাহায্য নেন। অন্য দলকে হারাতে সাহায্য নেন। বেলুনটা ফাঁস করব! কিছু বলার আগে মনে রাখবেন। মানুষই থোঁতা মুখ ভোঁতা করে দেবেন, আমাকে করতে হবে না। এত অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা, অপপ্রচার করছেন। আমরা সকলকে নিয়ে চলি। আসলে আমাকে ফেস করতে পারে না বলে এসব বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনও ভয় নেই। ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি!

আরও পড়ুন- মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ, কেন্দ্র-যোগী সরকারকে তির ছুড়লেন মুখ্যমন্ত্রী

Latest article