বেনজির বিতণ্ডা ট্রাম্প-জেলেনস্কির, তাল কাটল খনিজ চুক্তি বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়

Must read

প্রতিবেদন: দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এমন প্রকাশ্যে বাকবিতণ্ডা! এককথায় নজিরবিহীন। সাম্প্রতিক অতীতে তো নয়ই, সুদূর অতীতেও এমন ঘটনার কথা মনে করতে পারছেন না কেউই। আন্তর্জাতিক মিডিয়ার ক্যামেরার সামনেই রীতিমতো উত্তেজিত বাক্য বিনিময় হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Trump-Zelenskyy) মধ্যে। নেপথ্য কারণ অবশ্যই খনিজ চুক্তি বাতিল। পাঁচ বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে আসা রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কোনওভাবেই যে কোনও দেশের কাছে মাথা নিচু করবেন না, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খনিজ চুক্তি বাতিল করে ফের একবার তিনি তা প্রমাণ করে দিলেন। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন ইউক্রেনের স্বার্থ নিয়ে আমেরিকাকে খেলতে দেবেন না তিনি।

আরও পড়ুন- গাড়ি ভাঙচুর ব্রাত্যর, বেধড়ক মার নিরাপত্তারক্ষীদের, আগুন শিক্ষাবন্ধু অফিসে, বামগুন্ডাদের হাতে আক্রান্ত শিক্ষামন্ত্রী

ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল ট্রাম্পের (Trump-Zelenskyy)। আচমকাই জেলেনস্কিকে ধমকাতে শুরু করেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ যেন মেজাজ আর ধৈর্য— দুটোই হারিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কিকে কড়া সুরে বলে বসেন, আপনারা সমঝোতা করুন। তা না হলে আমরা আপনাদের পাশ থেকে সরে দাঁড়াব। আপনারা কিন্তু বড় বিপদে পড়েছেন। এই লড়াইয়ে আপনারা জিতছেন না। জেলেনস্কিও চুপ করে থাকেননি। মুখের উপরে জবাব দেন ট্রাম্পের কড়া কথার। তা ছাড়া কিছুক্ষণ আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তিনি আর একপ্রস্থ তর্কাতর্কি জুড়ে দিয়েছিলেন। ফলে বেশ লড়াইয়ের মুডেই ছিলেন তিনি। দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন, গোটা লড়াইয়ের সময় আমরা নিজেদের মনোবল বজায় রেখেছি। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছি। মিডিয়ার সামনে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে এভাবে প্রতি কথায় চ্যালেঞ্জ এর আগে কোনও দেশনায়ক জানিয়েছেন কি না, সন্দেহ। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন ইউক্রেনের স্বার্থ নিয়ে আমেরিকাকে খেলতে দেবেন না তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের সমীকরণটা এদিন ফুটে ওঠে ট্রাম্পের কথাতেই। বেশ ঝাঁঝালো সুরে তিনি জেলেনস্কিকে বলেন, আমার আশঙ্কা, এভাবে চললে পরিস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়াবে। আপনি লক্ষ লক্ষ মানুষের জীবন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে জুয়া খেলছেন। অপমান করছেন আমাদের দেশকেও। লক্ষণীয়, ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রথমেই কাটছাঁট করেছেন ইউক্রেনের প্রতি মার্কিন সাহায্য।

Latest article