‘উনি বিজেপি বিধায়কই আছেন’ মুকুল প্রসঙ্গে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

হঠাৎ করে দিল্লি গিয়ে মুকুল রায় দাবি করেন, তিনি বিজেপিতে আছেন। মানসিক অবসাদ থেকে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন তৃণমূলে

Must read

হঠাৎ করে দিল্লি গিয়ে মুকুল রায় দাবি করেন, তিনি বিজেপিতে আছেন। মানসিক অবসাদ থেকে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন তৃণমূলে। এই নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে মমতা জানান, ‘‘এটা ছোট ব্যাপার। আমরা গুরুত্ব দিচ্ছি না। এড়িয়ে যাওয়াই ভাল।’’ উনি বিজেপি বিধায়কই আছেন- মুকুল রায় (Mukul Roy) প্রসঙ্গে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-‘তৃণমূল জাতীয় দল ছিল-থাকবে, কারও দয়ায় পাইনি’ স্পষ্টবার্তা মুখ্যমন্ত্রীর

মুকুলপুত্র শুভ্রাংশু রায় আচমকাই দাবি করেন, তাঁর বাবা মিসিং। এই নিয়ে থানায় ডায়েরিও করেন তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই দিল্লি বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে। কাজের সূত্রেই দিল্লি গিয়েছেন বলে জানান তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, “তিনি দিল্লি যাবেন, না মুম্বই নাকি পাঞ্জাব, সেটা তাঁর নিজের ব্যাপার। তিনি তো বিজেপি বিধায়কই আছেন। তবে শুনলাম, তাঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে। এমন মিসিং রিপোর্ট জমা পড়লে তো প্রশাসনের কাজ তা দেখা, সেই ব্যক্তি মিসিং কি না। সেটা তারা করবে। তবে ওই ব্যক্তি কী করবেন, সেটা তাঁর নিজের পছন্দ।”

আরও পড়ুন-‘২০২৪-এ বিজেপি ক্ষমতায় ফিরবে না’ আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় এজেন্সির চাপেই কি দিল্লি গিয়েছেন মুকুল? জবাবে মমতা বলেন, হতে পারে কেউ হুমকি দিয়েছে! তবে, তিনি বুঝিয়ে দেন, মুকুল তুচ্ছ বিষয়ে। আমল দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো।

Latest article