প্রতিবেদন : সাধারণত কোনও রাজ্যে নির্বাচন থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই রাজ্যে ঘনঘন গিয়ে থাকেন। দেন হাজারো ভুয়ো প্রতিশ্রুতি। এমনটাই অভিযোগ বিরোধীদের। ডিসেম্বরে হিমাচলপ্রদেশে বিধানসভার নির্বাচন। ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার হিমাচলে একাধিক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। হিমাচল প্রদেশ বিজেপি প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ট্যুইট করে। ওই সমস্ত ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ মানুষের কাছে গিয়ে প্রধানমন্ত্রী হাত নাড়ছেন। বিজেপির ট্যুইটে লেখা, জনতা দেখো দেখো কৌন আয়া। শের আয়া।
বিজেপির এই ট্যুইটকেই তীব্র কটাক্ষ করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন-প্রাক্তন বিচারপতিদের বিস্ফোরক রিপোর্ট, দিল্লি দাঙ্গার পিছনে পরিকল্পিত কৌশল
একজন উপহাস করে লিখেছেন, এ তো জলজ্যান্ত মানুষ। তাকে বাঘ বলে চালানো কীসের জন্য? একজন ট্যুইট করেছেন, এই বাঘ আমাদের চাকরি, পেনশন খেতে এসেছে। একজন বলেছেন, এই বাঘ বোধ হয় ফের একবার গ্যাস ও পেট্রোলের দাম বাড়ানোর খবর নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি কখনও সাংবাদিক বৈঠক করেননি। বিষয়টি উত্থাপন করে একজন ট্যুইট করেছেন, ইনি এমনই সাহসী বাঘ, যিনি সাংবাদিকদের মুখোমুখি হতেই ভয় পান। এক ট্যুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই বাঘের উন্নয়নের কেরামতি দেখুন। সারাদিন শুধু মিথ্যে প্রচার করতে থাকেন। জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, মানুষ পেটপুরে খেতে পাচ্ছে না। সেদিকে প্রধানমন্ত্রীর কোনও হুঁশ নেই। তিনি নিজের ভাবমূর্তি নির্মাণেই ব্যস্ত।