হেড ও স্মিথের সেঞ্চুরি, চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

মঙ্গলবার ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরির সৌজন্যে তৃতীয় দিনের শেষ ৭ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।

Must read

সিডনি, ৬ জানুয়ারি : সিডনি টেস্টে ক্রমশ জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরির সৌজন্যে তৃতীয় দিনের শেষ ৭ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। আপাতত ইংল্যান্ডের থেকে ১৩৪ রানে এগিয়ে স্মিথরা।
গতকাল ৯১ রানে অপরাজিত ছিলেন হেড। এদিন তিনি থামলেন ১৬৩ রান করে। নাইটওয়াচম্যান মাইকেল নেসেরের (২৪ রান) সঙ্গে তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করেন হেড। তাঁর ১৬৬ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও ১টি ছয়। হেড প্যাভিলিয়নে ফেরার পর, ইংল্যান্ডের বোলারদের উপর ছড়ি ঘোরালেন স্মিথ। তিনি দিনের শেষে ১২৯ রানে অপরাজিত রয়েছেন। ৩৭তম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি অ্যাশেজে এটি স্মিথের ১৩তম শতরান। অ্যাসেজের ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরির তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে। স্মিথের আগে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান (১৯টি সেঞ্চুরি)।

আরও পড়ুন-আগামী দুদিন শৈত্যপ্রবাহ, সতর্কবার্তা রাজ্যের দুই জেলাকে

তবে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামা উসমান খোয়াজা আউট হলেন মাত্র ১৭ রান করেন। ব্যর্থ অ্যালেক্স ক্যারিও (১৬ রান)। ক্যামেরন গ্রিন আউট হন ৩৭ রান করে। স্মিথের সঙ্গে ৪২ রান করে নট আউট রয়েছেন বিউ ওয়েবস্টার। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে দু’জনে মিলে এখনও পর্যন্ত ৮১ রান যোগ করেছেন।
মঙ্গলবার সিডনিতে একটা মজার ঘটনা ঘটেছে। ওভারের মাঝপথেই হঠাৎ করে ব্যাটিং থামিয়ে দেন স্মিথ। আম্পায়ারকে জানান, মিড অনে ফিল্ডিং করা ব্রাইডন কার্সের সানগ্লাসে সূর্যের আলো প্রতিফলিত হয়ে তাঁকে সমস্যায় ফেলছে। স্টাম্প মাইক্রোফোনে সেই সময় স্মিথকে বলতে শোনা যায়, কার্সি, তুমি কি সানগ্লাসটা একটু ঘুরিয়ে দিতে পারো? অস্ট্রেলীয় অধিনায়কের অনুরোধে সঙ্গে সঙ্গেই সানগ্লাস ঘুরিয়ে মাথার পিছনে করে নেন কার্স। ফের শুরু হয় খেলা।

Latest article