খেলা

হেড ও স্মিথের সেঞ্চুরি, চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

সিডনি, ৬ জানুয়ারি : সিডনি টেস্টে ক্রমশ জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরির সৌজন্যে তৃতীয় দিনের শেষ ৭ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। আপাতত ইংল্যান্ডের থেকে ১৩৪ রানে এগিয়ে স্মিথরা।
গতকাল ৯১ রানে অপরাজিত ছিলেন হেড। এদিন তিনি থামলেন ১৬৩ রান করে। নাইটওয়াচম্যান মাইকেল নেসেরের (২৪ রান) সঙ্গে তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করেন হেড। তাঁর ১৬৬ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও ১টি ছয়। হেড প্যাভিলিয়নে ফেরার পর, ইংল্যান্ডের বোলারদের উপর ছড়ি ঘোরালেন স্মিথ। তিনি দিনের শেষে ১২৯ রানে অপরাজিত রয়েছেন। ৩৭তম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি অ্যাশেজে এটি স্মিথের ১৩তম শতরান। অ্যাসেজের ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরির তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে। স্মিথের আগে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান (১৯টি সেঞ্চুরি)।

আরও পড়ুন-আগামী দুদিন শৈত্যপ্রবাহ, সতর্কবার্তা রাজ্যের দুই জেলাকে

তবে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামা উসমান খোয়াজা আউট হলেন মাত্র ১৭ রান করেন। ব্যর্থ অ্যালেক্স ক্যারিও (১৬ রান)। ক্যামেরন গ্রিন আউট হন ৩৭ রান করে। স্মিথের সঙ্গে ৪২ রান করে নট আউট রয়েছেন বিউ ওয়েবস্টার। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে দু’জনে মিলে এখনও পর্যন্ত ৮১ রান যোগ করেছেন।
মঙ্গলবার সিডনিতে একটা মজার ঘটনা ঘটেছে। ওভারের মাঝপথেই হঠাৎ করে ব্যাটিং থামিয়ে দেন স্মিথ। আম্পায়ারকে জানান, মিড অনে ফিল্ডিং করা ব্রাইডন কার্সের সানগ্লাসে সূর্যের আলো প্রতিফলিত হয়ে তাঁকে সমস্যায় ফেলছে। স্টাম্প মাইক্রোফোনে সেই সময় স্মিথকে বলতে শোনা যায়, কার্সি, তুমি কি সানগ্লাসটা একটু ঘুরিয়ে দিতে পারো? অস্ট্রেলীয় অধিনায়কের অনুরোধে সঙ্গে সঙ্গেই সানগ্লাস ঘুরিয়ে মাথার পিছনে করে নেন কার্স। ফের শুরু হয় খেলা।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

5 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

30 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago