গল, ২১ নভেম্বর : ফিলিপ হিউজের দুঃস্বপ্নের স্মৃতি রবিবার গল টেস্টে উসকে দিলেন জেরেমি সোলোজানো! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সোলোজানো। এদিনই ২৬ বছর বয়সি সোলোজানোর টেস্ট অভিষেক ঘটেছে।
আরও পড়ুন-অশ্বিনরা কঠিন চ্যালেঞ্জে ফেলবে
আর অভিষেক টেস্টেই ফিল্ডিং করার সময় মাথায় গুরুতর চোট পেলেন তিনি। শ্রীলঙ্কার ইনিংসের ২৪ তম ওভারে বল করছিলেন অফস্পিনার রোস্টন চেজ। ওভারের চার নম্বর বলে সপাটে পুল মারেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে। আর বল সরাসরি আছড়ে পড়ে শর্ট লেগে দাঁড়ানো সোলোজানোর হেলমেটে। আঘাত লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন সোলোজানো।
মাঠে ছুটে আসেন ডাক্তাররাও। কোনও ঝুঁকি না নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটারকে স্ট্রেচারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সোলোজানোর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।