অ্যাডিলেড, ৮ ডিসেম্বর : চলতি বর্ডার-গাভাসকর সিরিজে ট্রাভিস হেড ও মহম্মদ সিরাজের বাকযুদ্ধ আলাদা মাত্রা যোগ করেছে। সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন সিরাজ! ভারতীয় পেসারের দাবি, হেড-ই তাঁকে কটূক্তি করেছেন।
অ্যাডিলেডে দ্বিতীয় দিন সিরাজের বলে হেড বোল্ড হওয়ার পর, দু’জনেই ঝামেলায় জড়ান। যা নিয়ে সিরাজের কড়া সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকর। ভারতীয় পেসারকে দর্শকদেরও বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল। পরে হেড জানান, ‘‘আমি সিরাজকে বলেছিলাম, ওয়েল বোল্ড। কিন্তু ও ভাবে আমি ওকে কটূক্তি করছি। তাই ওভাবে অঙ্গভঙ্গি করে আমাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিল। তাই পাল্টা দিয়েছি। যদি সিরাজ ভাবে, এভাবেই গোটা সিরিজে চালিয়ে যাবে, তাহলে আমার আপত্তি নেই।’’
রবিবার এই প্রসঙ্গে সিরাজের বক্তব্য, ‘‘সাংবাদিক বৈঠকে হেড যা বলেছে, তা সত্যি নয়। ও কখনও আমাকে বলেনি, ভাল বল করেছ। বরং কটূক্তি করেছিল। আমি উইকেট পেয়ে সেই সময় উৎসব করছিলাম। ওর কটূক্তি মেনে নিতে পারিনি।’’ ভারতীয় পেসারের সংযোজন, ‘‘আমরা পরস্পরকে সম্মান করি। কিন্তু তার মানে এই নয় যে, প্রতিপক্ষ কটূক্তি করলেও চুপ করে থাকব।’’ এদিন ভারতের শেষ উইকেট হিসাবে সিরাজ যখন ক্রিজে আসেন, তখন ফরোয়ার্ড শর্টলেগে ফিল্ডিং করছিলেন হেড। ওভারের মাঝখানে সিরাজকে দেখা যায় হেডের কাছে গিয়ে কিছু বলতে। হেডও কিছু বলেন। ম্যাচের পর এই প্রসঙ্গে হেডের বক্তব্য, ‘‘আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছি। এই বিতর্ক আর টেনে নিয়ে যেতে চাই না।’’