প্রতিবেদন : গত বছরের শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতেই উদ্বেগ বেড়েছিল বঙ্গ ক্রিকেটমহলে। কম বয়সে বিসিসিআই প্রেসিডেন্টের (BCCI President) হৃদযন্ত্রে সমস্যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তখন সিএবি-কে (CAB) মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন, সব ক্রিকেটারের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে অগ্রাধিকার দিয়েই সিএবি এবার বাংলার সমস্ত বয়সভিত্তিক ক্রিকেটারের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে।
আরও পড়ুন-মনে পড়ে সেদিনের কথাগুলো
আগামী সপ্তাহে ৩ থেকে ৫ জানুয়ারি ইডেন গার্ডেন্সে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, ‘‘বাংলার সমস্ত ক্রিকেটার, আম্পায়ার, কমিটি মেম্বার, স্কোরার, অবজার্ভার এবং সিএবি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত কর্মী-আধিকারিকদের এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল, যাতে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই উদ্যোগই এবার নিয়েছে সিএবি (CAB)।’’
সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) বলেছেন, ‘‘ময়দানে ক্রিকেট মাঠেও অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সেই ঘটনাগুলি এড়ানো যাবে। মরশুম শুরুর আগে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ।’’