প্রতিবেদন : ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ (sebaashray) থেকে অনুপ্রাণিত হয়ে দলের আইটি সেলের উদ্যোগে একদিনের স্বাস্থ্য শিবির আয়োজন করলেন দেবাংশু ভট্টাচার্য। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেখানো পথে হেঁটেই যে এই উদ্যোগ তা স্পষ্ট করে দিয়ে এই ঘটনার কথা উল্লেখ করে শনিবার সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লিখেছেন, আইটি সেল ‘সেবাশ্রয়’ (sebaashray) থেকে অনুপ্রাণিত হয়ে একদিনের জন্য এই স্বাস্থ্য শিবির আয়োজন করেছে খড়গপুর শহরে। সেই স্বাস্থ্য শিবিরে বহু সাধারণ মানুষ এসে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু রোগীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিবিরের কিছু সেবাশ্রয়ের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- বদ্রীনাথে তুষারধসে ৪ শ্রমিকের মৃত্যু, বরফের নীচে এখনও ৫