সংবাদদাতা, বারাসত : ক্যানসার চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ও জেলা হাসপাতালগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ক্যানসার ডিটেকশন ইউনিট বা ডিস্ট্রিক্ট অঙ্কোলজি ইউনিট তৈরি হয়েছে। সেখানে ক্যানসারের চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসা পাওয়ার গাইডও করা হচ্ছে। সঙ্গে থাকছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যানসারের জন্য বিনামূল্যে চিকিৎসা, অপারেশান, কেমো, রেড়িয়েশন ইত্যাদির ব্যবস্থা।
আরও পড়ুন-ঘাটালে বন্যাকবলিত এলাকায় মন্ত্রীকে নিয়ে স্পিড বোটে চেপে ত্রাণবিলি সাংসদ দেবের
রাজ্য সরকারের এই দৃষ্টান্তমূলক উদ্যোগে শহরের মানুষের পাশাপাশি উপকৃত হচ্ছেন গ্রামের মানুষও। এখন ক্যানসার হলে বা ক্যানসারের উপসর্গ দেখা দিলে আর কলকাতার বড় হাসপাতাল বা ক্যানসার হাসপাতালে ছোটার দরকার নেই। নিজের জেলার হাসপাতালগুলিতেই মিলছে ক্যানসার বিশেষজ্ঞ বা অঙ্কোলজিস্ট। তারা ক্যানসার রোগীর যেমন চিকিৎসা করবেন, প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে রোগীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেবেন। কোথায় গেলে রোগী বিনামূল্যে ভালো চিকিৎসা পাবেন তারও হদিশ দেবেন। এই সবকিছুর জন্যই রয়েছে সরকারের নির্দিষ্ট গাইডলাইন। আর স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে শুধু সরকারি নয়, নথিভুক্ত বড় বেসরকারি হাসপাতালগুলিতেও বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন ক্যানসার রোগীরা।
আরও পড়ুন-দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা ভারতের
রাজ্য সরকারের এই নির্দেশিকা মতোই উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও তৈরি হয়েছে ক্যানসার ডিটেকশন ইউনিট বা জেলা অঙ্কোলজি ইউনিট। হাসপাতালের অতিরিক্ত সুপার ডাঃ সুব্রত মণ্ডল জানান, সোম থেকে শনি প্রতিদিনই এই ইউনিট খোলা থাকে। ওপিডিতে দু’জন অঙ্কোলজিস্ট আছেন। মঙ্গল ও শুক্রবার বোর্ড বসে। এই বোর্ডে অঙ্কোলজিস্টদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরাও থাকেন। ক্যানসার রোগীদের জন্য মেল ও ফিমেল ওয়ার্ডে ২টি করে মোট ৪টি বেডের ব্যবস্থা আছে। এছাড়াও এফএনএসি, বায়োপসি পরীক্ষা-সহ কেমো, রেডিয়েশন ও ছোটখাটো অপরেশনও করা হয়। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়। বড় অপরেশন বা উন্নত চিকিৎসার জন্য সরকারি গাইডলাইন মেনে রোগী ও রোগীর পরিবারকে চিকিৎসা সংক্রান্ত সবরকমের সাহায্য ও গাইড করা হয়।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…