সেপ্টেম্বরের মধ্যে অডিট শেষ করাই লক্ষ্য, রাজ্যে সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা শুরু

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের সেতু ও উড়ালপুলগুলির (Bridges-Flyover) স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত রোড সেফটি কমিটির চিঠির পর রাজ্য সরকার দ্রুতগতিতে এই অডিট কার্যক্রম শুরু করেছে। পূর্ত দফতর এবং কেএমডিএ সূত্রে খবর, আসন্ন শারদোৎসবের আগে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই অডিট কাজ শেষ করার লক্ষ্যে জোরকদমে কাজ চলছে।
বর্তমানে রাজ্যে পূর্ত দফতরের অধীনে রয়েছে প্রায় ২২০০টি সেতু ও কালভার্ট। এর বাইরেও কলকাতা ও সংলগ্ন শহরতলি এলাকায় একাধিক উড়ালপুলের (Bridges-Flyover) রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) হাতে। দুটি দফতরই পৃথকভাবে সেতু ও কালভার্টগুলির স্বাস্থ্য পরীক্ষা করছে।

আরও পড়ুন-বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে দাগি বিপ্লব রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ তৃণমূলের

রোড সেফটি কমিটি, যা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠিত, প্রতি তিন বছর অন্তর প্রতিটি রাজ্যের কাছে সেতু এবং কালভার্টের বিস্তারিত অডিট রিপোর্ট চায়। সম্প্রতি মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দেয় কমিটি। সেইমতো রাজ্য অডিট রিপোর্ট তৈরি করছে। সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণের বার্ষিক পরিকল্পনা তৈরি করছে। আইআরসি স্ট্যান্ডার্ড অনুযায়ী সবরকম নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। এই মর্মে রাজ্য সরকার ইতিমধ্যেই পূর্ত বিভাগ এবং কেএমডিএ-কে সব ধরনের সেতুর প্রাথমিক অবস্থা নির্ধারণ, ঝুঁকির স্তর নিরূপণ এবং প্রয়োজন অনুযায়ী মেরামতির তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। পুজোর ভিড়ের আগেই রাজ্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

Latest article