সংবাদদাতা, ঘাটাল : বন্যার মধ্যেও ১০৯ প্রসূতিকে উদ্ধার এবং ৬৪ জনের সুস্থ নিরাপদ ডেলিভারি করিয়ে জেলার ‘হিরো’ স্বাস্থ্য দফতর। বন্যার জলে যখন হাবুডুবু ঘাটালের বিস্তীর্ণ এলাকা, তখন কয়েক দিনের মধ্যেই দিনরাত পরিশ্রম করে প্রায় ৬৪ জন প্রসূতিকে সুস্থ নিরাপদ ডেলিভারি করাল জেলা স্বাস্থ্য দফতর। যা নিয়ে খুশি স্বাস্থ্য আধিকারিক। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জেলার শেষ প্রান্ত ঘাটাল ডিভিশনের বিস্তীর্ণ এলাকা। প্রথমে চন্দ্রকোণা গড়বেতা প্লাবিত হওয়ার পর সেই জল নামলে ঘাটাল প্লাবিত হয়ে পড়ে। মানুষ নৌকোয় করে যাতায়াত শুরু করে।
আরও পড়ুন-সৌরবান্ধবীরা
প্রশাসন তড়িঘড়ি বানভাসি মানুষদের ত্রাণশিবিরে নিয়ে যায়। যখন ত্রাণ ও উদ্ধারকার চলছে, তখন জলমগ্ন এলাকায় প্রসূতিদের নৌকা এবং ভেলায় করে উদ্ধার করে সুস্থভাবে ডেলিভারি করাল জেলা স্বাস্থ্য দফতর। ১২৪টি গ্রাম আক্রান্ত হয়েছিল। ১৪৮০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ঘাটালের বিভিন্ন জায়গায় ১৯টি ক্যাম্প চলছে স্বাস্থ্য দফতরের, কাজ করছে ৩২টি টিম। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে জল নেমেছে। তবে পেট খারাপ বা অন্য রোগ হচ্ছে। নলকূপ এবং পানীয় জল পরিশোধনের কাজ চলছে। ব্লিচিং এবং ওআরএস ইত্যাদি পরিষেবা দেওয়ার কাজ চলছে। জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, রাতদিন এক করে স্বাস্থ্যকর্মীরা এলাকায় পড়ে। বানভাসি পরিস্থিতিতেও প্রসূতি মায়েদের উদ্ধার করেছে ভেলায় এবং নৌকায়। আমরা এই ডিভিশনে প্রায় ১০৯ গর্ভবতীকে উদ্ধার করেছি নিরাপদে। তাঁদের মধ্যে ৬৪ জন সুস্থ প্রসব করেছেন। বাচ্চা ও মা সুস্থ রয়েছে। ২৩ জনকে সাপে কামড়ালেও অ্যান্টিভেনামে সকলেই সুস্থ।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…