প্রতিবেদন : ডেঙ্গির মোকাবিলায় নতুন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের। বর্ষা পড়তেই ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে রাজ্যের রক্তভাণ্ডারে প্লেটলেটের ঘাটতি ঠেকাতে আগেভাগে গাইডলাইন জারি করে দিল স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, সেই গাইডলাইন পাঠিয়ে দেওয়া হল ২৭ জেলা ও স্বাস্থ্য জেলার ৫৭ ব্লাড ব্যাঙ্কে। সঙ্গে বিভিন্ন হাসপাতাল ও মুখ্য স্বাস্থ্য আধকারিকদেরও। কী বলা হয়েছে গাইডলাইনে?
আরও পড়ুন-ফের নিশীথের এলাকায় আক্রান্ত তৃণমূল
১) রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নিচে গেলে প্লেটলেট দিতে হবে। ২) যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই। ৩) কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে। উল্লেখ্য, প্রতি বছর পুজোর আগে বর্ষার শেষবেলা থেকে মাথা চাড়া দিতে শুরু করে ডেঙ্গি। ডেঙ্গি হলে সবথেকে বিপজ্জনক হয় প্লেটলেট নেমে যাওয়ার বিষয়টি। হু হু করে নামতে থাকে তা। প্লেটলেট কম থাকার কারণে মৃত্যু পর্যন্ত হয়। এই পরিস্থিতিতে প্লেটলেট পাওয়াটাও একটা সমস্যা হয়ে পড়ে। তাই এই পরিস্থিতি রুখতেই স্বাস্থ্য দফতরের তরফে নেওয়া হয়েছে ব্যবস্থা।