সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গু প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েছে হাওড়া কর্পোরেশন। মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীর নেতৃত্বে শহর জুড়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসক পর্ষদের সদস্যরা, স্বাস্থ্য বিভাগ ও জঞ্জাল সাফাইয়ের কর্মীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন। আর তাতে অনেকটাই ইতিবাচক ফলও মিলেছে।
আরও পড়ুন-নোটিশ দেওয়ায় পুরস্কার
গত সপ্তাহেও যেখানে হাওড়া পুর এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১১৩ সেই জায়গায় চলতি সপ্তাহে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেমে হয়েছে ৩৬। এর জন্য কর্পোরেশন যেমন জোরকদমে কাজ করছে তেমনি ডেঙ্গু নিয়ে মানুষের সচেতনতাও বেড়েছে। তবে এর জন্য কোনওরকম আত্মতুষ্ট হতে নারাজ হাওড়ার পুরকর্তারা। মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘এই ধারা আমাদের বজায় রাখতে হবে। এর জন্য ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ এই কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে প্রতিটি এলাকায় যেমন সাফাই-অভিযান চলবে, সেইসঙ্গে নিয়মিত মশা মারার তেল ছড়ানো চলবে।
আরও পড়ুন-বেকারিকে বাঁচাতে ভর্তুকি দেবে সরকার
সেই কারণে ডেঙ্গু প্রতিরোধের কাজে যুক্ত পুরকর্মীদের পুজোর ছুটিও এবার বাতিল করা হয়েছে।’ তিনি আরও জানান এরই সঙ্গে শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে প্রতি ওয়ার্ডে ৫০টি করে বড় মাপের ফ্লেক্স লাগানো হচ্ছে। অর্থাৎ হাওড়া পুর এলাকায় মোট ২৫০০ ফ্লেক্স টাঙানো হচ্ছে। জঞ্জাল সাফাই অভিযানে পোর্ট ট্রাস্ট ও রেলের সঙ্গে কথা বলে তাদেরও সহায়তা চাওয়া হয়েছে। এরই সঙ্গে কর্পোরেশনের অধীনে ৭টি ভ্রাম্যমাণ-সহ মোট ২২টি ফিভার ক্যাম্প চালু করা হয়েছে।