সংবাদদাতা, বারাসত : আগামী ২৫ জানুয়ারি থেকে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হবে বারাসতের উড়ালপুলের (barasat flyover)। আগামী ৪০ দিন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার কাজ করবেন পূর্ত দফতরের বারাসত ডিভিশনের ইঞ্জিনিয়াররা। প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৩টে পর্যন্ত উড়ালপুলের পিলারের বল বিয়ারিংয়ের কাজ হবে। কাজ চলাকালীন উড়ালপুলে (barasat flyover) সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনে বিভিন্ন থানার পুলিশ, ট্রাফিক পুলিশ-সহ বাস, ট্রাক, অটো, টোটো ইউনিয়নের কর্মীদের নিয়ে সংস্কারের কাজ চলাকালীন বারাসত শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি। তবে সপ্তাহের অন্যান্য দিন কোনও ধরনের ভারী গাড়ি যাতায়াত করতে পারবে না। শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রায় দু’দশক পুরনো এই ফ্লাইওভারের একাধিকবার সংস্কারের কাজ হয়েছে। কিন্তু বছর দুই ধরে তেমন কোনও সংস্কার হয়নি। ফ্লাইওভারের নিচে প্রচুর হকার ব্যবসা করেন। অসংখ্য মানুষ যাতায়াত করেন। ফলে দুর্ঘটনা রুখতে ফ্লাইওভার সংস্কার জরুরি হয়ে উঠেছিল। টাকি রোড ধরে যে সমস্ত গাড়ি ফ্লাইওভার দিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে, সেগুলোকে কাচকল মোড় সংলগ্ন দাদার মোড় থেকে ঘুরিয়ে দত্তপুকুর হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হবে। বনগাঁর দিক থেকে যে সমস্ত গাড়ি উড়ালপুল হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে, সেগুলো অশোকনগরের বিল্ডিংbara মোড়ের ডানদিকে ঘুরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’