সংবাদদাতা, বালুরঘাট : হোমকাণ্ডে মূল অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত (Dakshin Dinajpur Court)। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির কর্ণধার দিলীপ মহন্ত-র বিরুদ্ধে আবাসিক হোমের ৬ জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে। এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় হয়ে যায় গোটা রাজ্যে। হিলি থানার পুলিশ ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ মহন্ত-সহ ৫ জনের বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর বিচারালয়ে মামলা রুজু করে। আদালত সূত্রে খবর, এই মামলায় ৫৫ জন আদালতে সাক্ষী দেন। মঙ্গলবার এই মামলায় বিচারক ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ মহন্ত-সহ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আবাসিক হোমের তৎকালীন সুপার সাবিত্রী হেমব্রম ও এটেনডেন্ট খুশি মন্ডল-কে দোষী সাব্যস্ত করে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বিচারালয়ের (Dakshin Dinajpur Court) এডিজে দ্বিতীয় কোর্টের বিচারক সুজাতা খর্গ এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করেন। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, বিচারক মূল অভিযুক্ত দিলীপ মহন্ত-কে পকসো-র ৬নং ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৩ লক্ষ টাকা ফাইন, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।