প্রতিবেদন : মুখ্যমন্ত্রীকে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিচারপতির উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কুণাল। চাঁচাছোলা ভাষায় কুণাল বলেন, আপনার ক্ষমতা আছে, যা করার করে নিন। কুণালের কথায় এদিন একইসঙ্গে প্রতিফলিত হয় গভীর বিস্ময় এবং তীব্র ক্ষোভ।
আরও পড়ুন-অপদার্থ কেন্দ্র, আরও বেশি দামি হচ্ছে চাল
তাঁর প্রশ্ন, একজন বিচারপতি হয়ে আপনি বলছেন, আমি শুনেছি মুখ্যমন্ত্রী প্রতিহিংসাপরায়ণ। মুখ্যমন্ত্রী সম্পর্কে একথা বলার সাহস আপনার হল কী করে? প্রমাণ নেই, কিন্তু বলে দিলেন? আপনার এই কথা কোনওভাবেই গ্রহণ করা যাচ্ছে না। আমি তীব্র প্রতিবাদ করলাম। আপনার ক্ষমতা আছে, যা করার করে নিন। কিন্তু পাশাপাশি কুণাল একথাও স্পষ্টভাবে জানিয়ে দেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। পূর্ণ আস্থা রয়েছে বিচারব্যবস্থার প্রতিও।
আরও পড়ুন-পঞ্চায়েতে অভিযোগ পেলেই ব্যবস্থা
লক্ষ্যণীয়, সোমবার ওই বেসরকারি চ্যানেলে এক একান্ত সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে তীব্র বিতর্ক এবং আলোড়ন সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিচারপতি মন্তব্য করেছিলেন, শুনেছি তিনি প্রতিহিংসাপরায়ণ। মঙ্গলবার ওই চ্যানেলেরই অন্য একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিচারপতির সেদিনের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কুণাল ঘোষ।