প্রতিবেদন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষাকে শ্রদ্ধা জানিয়ে নজিরবিহীন ছবি কলকাতা হাইকোর্টে (Highcourt)। গোটা দিন শুনানি হল শুধুমাত্র বাংলাভাষায়। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাতৃভাষার প্রতি সম্মান জানাতে হাইকোর্টের ১৯ নং কোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সমস্ত মামলার শুনানি হল বাংলায়। এমনকী আইনজীবীদেরও বাংলাতেই সওয়াল-জবাবের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
ব্রিটিশ আমল থেকেই কলকাতা হাইকোর্টে যাবতীয় কাজকর্ম ইংরেজিতেই হয়। কাগজ-কলমের কাজ থেকে শুরু করে এজলাসে সওয়াল-জবাব পর্যন্ত, সবই হয় ইংরেজিভাষায়। কিন্তু এদিন বাংলাভাষাকে সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ নেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন তাঁর এজলাসে সাধারণ কথাবার্তাতেও বাংলা ভাষার ব্যবহারের উপর জোর দেওয়া হয়। কথায়-কথায় কেউ ভুল করে ইংরেজি শব্দ প্রয়োগ করে ফেললে বিচারপতি সেই ভুল ধরিয়ে দিয়ে শুধরে নিতে বলেন।