ফের পিছলো আরজি কর মামলার শুনানি!

Must read

আলাদাভাবে আর জি করের (R G Kar) মৃতার পরিবারের মামলা শুনল না শীর্ষ আদালত। ২৯ জানুয়ারি মূল মামলার শুনানির দিনই তাঁদের মামলাও শোনা হবে বলে জানানো হল প্রধানবিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের তরফে। সোমবার শিয়ালদহ আদালতের সাজা ঘোষণা হওয়ার পরই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মৃতার পরিবার। মঙ্গলবার তাঁদের আবেদন গৃহিত হয়ে বুধবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়। তবে প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ আলাদাভাবে এই মামলা শুনলেন না বুধবার। ২৯ জানুয়ারি সামগ্রিক শুনানির দিন শোনা হবে তাঁদের আবেদনও।

আর জি কর (R G Kar) নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় ডিসেম্বরে মাসখানেকের মধ্যে মামলার সমাপ্তির ইঙ্গিত দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মধ্যেই শিয়ালদহ আদালতে মামলার রায় শোনানোর পরে ফের নিজেদের বক্তব্য জানানোর আবেদন জানায় মৃতার পরিবার। সেই আবেদনের প্রেক্ষিতে বুধবার শীর্ষ আদালতে ৪২ নম্বরে তালিকাভুক্ত হয় এই মামলা। প্রধানবিচারপতি জানান, প্রতিদিন ২০টি করে মামলা শোনা হয়। সেগুলি মূলত নতুনভাবে তালিকাভুক্ত হওয়া মামলাই শোনা হয়।

আরও পড়ুন- চিড়িয়ামোড়ে শুটআউট! আহত যুবক চিকিৎসাধীন

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, মৃতার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী ইতিমধ্যেই তিনটি আবেদন করে ফেলেছেন। নিজেদের অতিরিক্ত তথ্যপ্রমাণ পেশের জন্য তাঁরা আবেদন করেছেন। সেই সঙ্গে দুটি নির্দেশের আবেদনও রয়েছে। আগামী বুধবার মূল মামলার সঙ্গেই সেটি শোনা হবে বলে জানায় আদালত।

Latest article