ওড়িশা ও দিল্লির পরিযায়ী শ্রমিকদের মামলার শুনানি বুধে

Must read

ওড়িশা ও দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগে দায়ের হওয়া দুটি পৃথক মামলার একসঙ্গে শুনানি হবে কলকাতা হাইকোর্টে (calcutta high court) আগামী বুধবার। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।

ওড়িশা সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ৫৪৮ জন পরিযায়ী শ্রমিক বেআইনিভাবে আটক রয়েছে ওড়িশায়। তাঁদের অধিকাংশ মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। আদালত (calcutta high court) জানতে চেয়েছে, আটক হওয়ার কারণ, কোনও এফআইআর হয়েছে কি না, বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন ও তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে ওড়িশার মুখ্যসচিবের কাছ থেকে এই তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন-রানীগঞ্জে নতুন শিল্প পার্ক! টিটাগড়ে রেল কোচ নির্মাণে জমি লিজে দিল রাজ্য

দিল্লিতে বীরভূমের পাইকোর ৬জন শ্রমিককে ‘পুশব্যাক’-এর অভিযোগে আরেকটি হেবিয়াস কর্পাস মামলা হয়। তাঁদের সঙ্গেও তাঁদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার। আদালত জানিয়েছে, এই দুটি মামলার একসঙ্গে শুনানি হবে বুধবার।

Latest article