নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি শেষ স্থগিত রায়দান

Must read

প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুনানি শেষ হয়েছে। বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাস দে সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছেন। সোমবার, এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, সুপ্রিম কোর্ট শূন্যপদ পূরণের নির্দেশ দিলেও ২০১৬ সালের বিধি মানার কথা বলেনি। এসএসসি নতুন বিধি মেনেই নিয়োগ শুরু করেছে।

আরও পড়ুন-ওড়িশা ও দিল্লির পরিযায়ী শ্রমিকদের মামলার শুনানি বুধে

এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, হাই কোর্ট শুধু নিয়োগ করতে বলেছে, কোন বিধি মেনে হবে তা স্পষ্ট করে বলা হয়নি। তিনি আরও বলেন, ৯ বছর ধরে অপেক্ষার পর নতুন প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন।  মামলার আবেদনকারীদের কটাক্ষ করে তিনি আরও বলেন, আপনার যদি যোগ্যতা থাকে কেন মামলা করছেন? নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিন। উত্তীর্ণ হয়ে চাকরি করুন। আসল সমস্যা ১৫০০ দিন ধরে ময়দানে বসে ছিলেন। এখন এটা চাই, ওটা চাই বলছেন। অন্যদিকে, মামলাকারীদের আইনজীবীরা অভিযোগ করেন, যোগ্যতামানে পরিবর্তন করে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে। উভয় পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ।

Latest article