নয়াদিল্লি : গঠনতন্ত্রে পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের কুলিং অফে শিথিলতা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত শুনানি হওয়ার কথা থাকলেও তা হল না।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে খরচ ৩.৫ কোটি, ধাওয়ানদের চার্টার্ড ফ্লাইট
পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৮ জুলাই। দু’বছর ধরেই মামলাটি আদালতের বিচারাধীন। নতুন করে বোর্ডের আবেদনের পরেও এদিন শুনানি স্থগিত হয়ে যায়। মামলায় অগ্রগতি আনতে নতুন আদালত বান্ধব নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। পি এস নরসিমহার জায়গায় আদালত বান্ধব হলেন সিনিয়র আইনজ্ঞ মনিন্দর সিং।