সংবাদদাতা, চাকুলিয়া : বিরোধীদের উসকানিতে এসআইআর শুনানির বিরোধিতায় রণক্ষেত্র উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া। বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি, হেনস্থার শিকার হলেন বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। দফায় দফায় বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন-বিপুল সাড়া সেবাশ্রয়-এর ২ শিবির, আপ্লুত নন্দীগ্রাম
রাজ্যে প্রথম দফার শুনানি শেষ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আইনি অসংগতি মেটাতে নতুন করে অনেক ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। একে কেন্দ্র করেই এদিন সকাল থেকে চাকুলিয়ার কাহাটা, বেহরিয়া, শিরসি ও ভুঁইধরের বিভিন্ন এলাকায় ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এই শুনানির নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। ক্ষুব্ধ বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনরোষ চরম আকার ধারণ করে। বিক্ষোভকারীরা চাকুলিয়া বিডিও অফিসে চড়াও হয়। ব্লক অফিসের বিভিন্ন ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

