আজ ৭৪তম সাধারণতন্ত্র দিবস (Republic Day)। দেশজুড়ে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। ১৫ অগাস্ট ১৯৪৭ সালে স্বাধীন হয় ভারত। দেশ স্বাধীন হওয়ার পর কোনও স্থায়ী সংবিধান ছিল না। ২৬ জানুয়ারি, ১৯৫০-এ ভারতের সংবিধান কার্যকর হয়। এই দিনটি উদযাপনে করা হয় সাধারণতন্ত্র দিবস। এই দিন থেকে ভারতকে গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “৭৪তম সাধারণতন্ত্র দিবসে (Republic Day) সবাইকে আন্তরিক শুভেচ্ছা! আজ, আসুন আমরা সকলে আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের গণতান্ত্রিক আদর্শ রক্ষা করা ও সমুন্নত রাখার অঙ্গীকার করি।”
Heartiest greetings to everyone on 74th Republic Day!
Today, let us all pledge to protect & uphold the democratic ideals of Justice, Liberty, Equality & Fraternity as enshrined in our Constitution.
Together, we shall strive to build a nation our founding fathers envisioned.
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2023
The Indian Republic is rooted in a singular document that represents our vast and diverse nation.
The constitution empowers & binds us.
On the 74th Republic Day, let’s uphold this document as the lifeblood of our democracy.May India shine brighter each day!
Jai Hind! 🇮🇳
— Abhishek Banerjee (@abhishekaitc) January 26, 2023
প্রতিবারের মতো এবারও কলকাতার রেড রোডে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। উপস্থিত রয়েছেন রাজ্যপাল (Governor CV Ananda Bose) সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।
আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ: রেড রোডে উপস্থিত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী